বাম মদতপুষ্ট মাদক কারবারীদের ডেরায় নির্বাচনী প্রচারে গিয়ে রক্তাক্ত শাসক দলের যুব মোর্চার কর্মীরা। নেশা কারবার চক্রের নারী পুরুষের সম্মিলিত আক্রমণে গুরুতর ঘায়েল চারজন বিজেপি কর্মী। এরমধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রেফার করতে হয়। দা, বল্লম, ভোজালি, কুড়াল, শাবল ও আগ্নেয়াস্ত্র নিয়ে যুব কর্মীদের উপর চড়াও হয় দুষ্কৃতিরা। জ্বালিয়ে দেওয়া অন্তত ২০/২২টি বাইক এবং দুটি গাড়ি। রবিবার এই ঘটনাকে ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠলো ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর এলাকা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ পুলিশের পদস্থ আধিকারিকগণ।
# দুলু বাহিনীর হামলা, রক্তাক্ত ধর্মনগর, পুড়ল ২০টি বাইক ও গাড়ি # camera iphone 8 plus apk
Không có nhận xét nào:
Đăng nhận xét