রাজধানীর বুকে ডাকাতি চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য বজায় রাখলো শহরের পূর্ব থানার পুলিশ। থানার অফিসারদের দ্রুত তৎপরতায় বানচাল করে দেওয়া হল শহর এলাকায় বড় ধরণের ডাকাতির চক্রান্ত। চন্দ্রপুর আইএসবিটি সংলগ্ন এলাকা থেকে অস্ত্রশস্ত্র নিয়ে দুই ডাকাত গ্রেপ্তারের পর ফের এই চক্রের অপর এক কুখ্যাত পান্ডাকে গ্রেপ্তার করলো পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে চান্দিনামুড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রতন চৌধুরী নামে এক দাগী অপরাধীকে।
# ডাকাতি চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য # camera iphone 8 plus apk
Không có nhận xét nào:
Đăng nhận xét