সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের মধ্যে রক্তারক্তি কান্ড। লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলার জেরে গুরুতর জখম অন্তত ৫ জন। আক্রমণের হাত থেকে বাদ যায়নি ঘরবাড়ি এবং অটো রিক্সাও। বুধবার চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে উদয়পুরের বাগমা কড়ইমুড়া দাসপাড়া এলাকায়। আহত পরিবারের সদস্যদের গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যথারীতি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
# ধারালো অস্ত্রের আঘাতে # আহত ৫ # camera iphone 8 plus apk
Không có nhận xét nào:
Đăng nhận xét