ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর এলাকায় বিজেপি যুব কর্মীদের উপর হামলার ঘটনাটি সম্পূর্ণ রাজনৈতিক সংঘর্ষ। তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। রবিবার এই ঘটনার পরবর্তী সময়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে এমনটাই দাবি করেছেন আরক্ষা দপ্তরের শীর্ষ পদাধিকারীরা। চন্দ্রপুরের ঘটনার অব্যবহিত পরেই দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হয় সিপিএমের ধর্মনগর মহকুমা অফিস। ব্যাপক মারধোর করা হয় সিপিএম উত্তর জেলা সম্পাদক ও পুর পরিষদের চেয়ারপার্সনকে। তবে খবর পেয়ে পুলিশ দ্রুততার সাথে সেখানে গিয়ে নিরাপত্তার ব্যবস্থা করে।
# সম্পূর্ণ রাজনৈতিক সংঘর্ষ # camera iphone 8 plus apk
Không có nhận xét nào:
Đăng nhận xét